ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

'বিজয়ের সুবর্ণরেখায় দাঁড়িয়ে' বইয়ের পাঠ উন্মোচন


১ মার্চ ২০১৯ ০৮:৪০

'বিজয়ের সুবর্ণরেখায় দাঁড়িয়ে' বইয়ের পাঠ উন্মোচন

গেলো ২৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) কাটাবনস্থ কবিতা ক্যাফেতে অনুষ্ঠিত হলো কবি শেখর বরণের অষ্ঠম কাব্যগ্রন্থ 'বিজয়ের সুবর্ণরেখায় দাঁড়িয়ে'- এর পাঠ উন্মোচন।

দেশের প্রথিতযশা আবৃত্তিশিল্পীদের কন্ঠে উচ্চারিত হলো এ সময়ের জনপ্রিয় এই কবির কবিতাগুলো, জীবনের গভীরতম বোধ থেকে উচ্চারিত কবিতাগুলোর মধ্যে উঠে এসেছে ভাষা আন্দোলন, সমাজের অবহেলিত অংশ, দুর্দশা, বিচ্যুতি ও প্রেম।

প্রায় ২৫ জন আবৃত্তিশিল্পীদের স্বপ্রণোদিত দরাজ কন্ঠে গভীর প্রেমে উচ্চারিত হয়েছে কবিতার প্রতিটি শব্দ। শিল্পী উত্তম রায়ের বাশিঁর সুরেলা মূর্চ্ছনার আবহ এই আবৃত্তিসন্ধ্যাকে আরও প্রাণবন্ত করে তুলেছিলো।

আবৃত্তিশিল্পী মাহমুদা সিদ্দিকা সুমির সঞ্চালনায় আবর্তিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারু শিল্পী সংসদের সাধারণ সম্পাদক শিল্পী কামাল পাশা চৌধুরী, কথাশিল্পী ইকতিয়ার চৌধুরী , মুক্তিযোদ্ধা আলী আসগর ও বিশিষ্ট শিল্পপতি শফিকুর রহমান অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য আবৃত্তিশিল্পী ইস্তেকবাল হোসেন।