ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

আক্তার গ্রপের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই শহস্রাধিক শিশু


১৭ নভেম্বর ২০১৮ ২২:২৮

আক্তার গ্রপের চিত্রাঙ্কনে মনোযোগী কোমলমতি প্রতিযোগী শিশুরা

আক্তার গ্রপের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল স্কুলভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৮ এর প্রথম দাপ।

শনিবার (১৭ নভেম্বর) সকালে ধানমন্ডিতে অংশ নিয়েছে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শহস্রাধিক প্রতিযোগী।

কয়েকটি দাপ পেরিয়ে এই প্রতিযোগিতার ফাইলানে নেওয়া হবে ৩০ জনকে। যাদের প্রত্যেককেই পুরস্কৃত করা হবে এবং তিনজনকে দেওয়া হবে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার।

আক্তার গ্রুপের হেড অব ব্রান্ড কমিউনিকেশন অফিসার আশরাফ ইনসান ইভান নতুন সময়কে বলেন, ‘সমাজ-রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ, বর্তমান সরকারের উন্নয়ন ও মেধাবী প্রজন্ম গড়ার যে প্রয়াস তার সঙ্গে যুক্ত হতে আক্তার গ্রুপ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আযোজন করেছে। চিত্রাঙ্কন শিশুদের মেধাবিকাশে বড় ভূমিকা রাখে। আক্তার গ্রুপ তার পথচলার শুরু থেকেই অলাভজনক বিভিন্ন সামাজিক কাজে অংশ নিচ্ছে ও আর্থিকভাবে পাশে দাঁড়াচ্ছে। আজ যে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো, এটি তারই অংশ।’

এমআর