ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সদরঘাট থেকে লঞ্চ সরিয়ে নিয়েছে মাস্টাররা


৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৩

অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিইউটিএ) একটি মামলায় ইসরাফিল নামে এক লঞ্চ মাস্টারকে জেলে পাঠানোর প্রতিবাদে সদরঘাট পন্টুন থেকে কিছু গন্তব্যের লঞ্চ সরিয়ে নিয়েছে মাস্টাররা।

বিআইডব্লিইউটিএর যুগ্ম পরিচালক আলমগীর কবীর বলেন, বিআইডব্লিইউটিএ করা একটি মামলার হাজিরা দিতে গেলে আদালতে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়।

এই ঘটনার প্রতিবাদে সকাল ১০টার দিকে বরিশাল, ভোলা পটুয়াখালী গামী লঞ্চগুলো পন্টুন থেকে সরিয়ে রাখা রয়েছে। সদরঘাট থেকে চাঁদপুরগামী যানগুলো যাতায়াত করছে।

এমভি আওলাদ লঞ্চের মালিক আওলাদ হোসেন বলেন, এক বছর আগে ফতুল্লায় লঞ্চটি একটি বাল্কহেডকে ধাক্কা দেওয়ার ঘটনার নারায়ণগঞ্জ সদর থানার ওসি ও স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করেন। তারপরেও বিআইডব্লিইউটিএ করা মামলায় ইসরাফিলকে কারাগারে পাঠানো হয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম বলেন, ইসরাফিলের জামিন হয়ে গেলে যথারীতি লঞ্চ চলবে। ২৯ অগাস্ট যখন তাকে কারাগারে পাঠানো হয়, সেদিনই শ্রমিকরা লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলো। ৫ দিন ধরে অপেক্ষা করছিলো।
এসএমএন