ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল


৯ নভেম্বর ২০২২ ০০:১৬

দুর্নীতি দমন কমিশনের করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ১১ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিলো।

মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাতে না পাওয়ার কারণে চার্জ শুনানির জন্য প্রস্তুতি গ্রহণ করতে না পারায় সময় আবেদন করেন সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে প্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।