ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


ইসরাইলি অভিযানে রক্তাক্ত গাজা


৬ মে ২০১৯ ০৭:২৬

ফের রণক্ষেত্র গাজা স্ট্রিপ। গত শনিবার জঙ্গি সংগঠন হামাসের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনের এই ভূখণ্ড থেকে ইসরাইলের দক্ষিণাংশে রকেট হামলা চালানো হয়। যার পাল্টা হিসেবে গাজায় নতুন করে জঙ্গি বিরোধী অভিযানে নেমেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। যার জেরে গত দু'দিনে ৯ জন ফিলিস্তিনি এবং ৩ ইসরাইলির মৃত্যু হয়েছে। জখম আরও অন্তত ৭০ জন। হতাহতদের অধিকাংশই সাধারণ নাগরিক।

গত শনিবার থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে সাড়ে চারশোর বেশি রকেট হামলা চালিয়েছে হামাস এবং ইসলামিক জিহাদ মুভমেন্ট-এর যৌথ বাহিনী। এর মধ্যে অধিকাংশ রুখে দেয়া সম্ভব হলেও রকেটের আঘাতে ৩ সাধারণ ইসরাইলি প্রাণ হারান। এই পরিস্থিতিতে পাল্টা অভিযানে নামে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। এখনও পর্যন্ত গাজা স্ট্রিপের ২২০টি 'জঙ্গি টার্গেটে' আকাশ পথে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে তারা। শুধু তাই নয়, আগামী দিনে অভিযানের তীব্রতা আরও বৃদ্ধি করার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব।

এমন পরিস্থিতি নিয়ে রবিবার দেশের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 'গাজা স্ট্রিপের সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে' বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে গাজা সীমান্তে ট্যাংক, সাঁজোয়া গাড়ি এবং সেনাবাহিনীর সংখ্যা বাড়াচ্ছে ইসরাইল।


নতুনসময়/এনএইচ