ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো জাপানে


৬ মে ২০১৯ ০৬:২২

জাপানে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার সকালে দেশটির হোকাইদোর দ্বীপে আঘাত হানে এ ভূমিকম্প। তবে এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, হোকাইদোর উত্তরাঞ্চলীয় দ্বীপে উৎপত্তি হওয়া এ ভূমিকম্প রোববার সকালে আঘাত হানে। এর কেন্দ্র ছিলো ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র ভূমিকম্পটির পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি।


নতুনসময়/এনএইচ