ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


মোসাদের নতুন প্রধান হচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান


৫ ডিসেম্বর ২০২৫ ১২:৪৫

সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান। তাকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তথ্যটি জানানো হয়।

 

আগামী বছরের জুনে মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন গফম্যান। বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 

 

এছাড়াও গফম্যান দীর্ঘ সামরিক ক্যারিয়ারে ইসরায়েলি সেনাবাহিনীতে (আইডিএফ) অসংখ্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্মর্ড কর্পসে যোদ্ধা ও কমান্ডার, ৭৫তম ব্যাটালিয়ন ও ৭ম ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার, ‘গা’আশ’ ফরমেশনের (৩৬তম ডিভিশন) কর্মকর্তা, এবং ‘হাবাশেন’ ডিভিশন (২১০)–এর কমান্ডারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

 

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি ধরা হয়ে থাকে মোসাদকে। গ্লোবাল র‍্যাংকিংয়ের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র পরই মোসাদের অবস্থান।