ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হলেন আবিগেইল স্প্যানবার্জার


৫ নভেম্বর ২০২৫ ০৯:০০

সংগৃহীত

সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ও সিআইএ অফিসার আবিগেইল স্প্যানবার্জারকে ভার্জিনিয়ার পরবর্তী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি রাজ্যের প্রথম নারী প্রধান নির্বাহী হিসেবে ইতিহাস গড়তে চলেছেন। 

 

তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আরল-সিয়ার্সকে পরাজিত করেছেন। স্প্যানবার্জার এমন একটি নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন যা মূলত নাগরিকদের ক্রয়ক্ষমতা এবং স্থানীয় উদ্বেগ—যেমন ফেডারেল চাকরি কাটা ও সরকারী শাটডাউনের প্রভাব—নিয়ে কেন্দ্রীভূত ছিল।

 

ভার্জিনিয়ায় প্রায় ৩ লাখের বেশি মার্কিন সরকারি কর্মী রয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় স্প্যানবার্জার প্রায়ই আরল-সিয়ার্সকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্ত করেছেন, তাকে ট্রাম্পের অনুগামী হিসেবে চিহ্নিত করেছেন, যদিও প্রেসিডেন্ট নিজে তাকে সমর্থন জানাননি।

 

 

৪৬ বছর বয়সী স্প্যানবার্জার, তিন সন্তানের মা। রাজনীতিতে আসার আগে তিনি সিআইএ-তে কাজ করেছেন। তিনি প্রথমবার ভার্জিনিয়ার ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হন প্রাক্তন প্রতিনিধি ডেভ ব্রাটকে পরাজিত করে, যিনি এক সময়ের হাউস মেজরিটি লিডার এরিক ক্যান্টরের বিপক্ষে রিপাবলিকান প্রাইমারিতে চমক দেখিয়েছিলেন। তিনি হাউসে তিনটি মেয়াদ পূর্ণ করে এই বছর পদত্যাগ করেছেন।