ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


ইরানে হামলায় ৫ পুলিশ সদস্য নিহত


২৩ আগস্ট ২০২৫ ০৮:৫৮

সংগৃহিত

ইরানে দুই হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে শুক্রবার (২২ আগস্ট) এ ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

পুলিশের তথ্য কেন্দ্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, চিস্তান ও বেলুচিস্তানের খাশ-ইরানশাহর রুটে এ হামলার ঘটনা ঘটে।

সীমান্তবর্তী প্রদেশ চিন্তান ও বেলুচিস্তানের শহর ইরানশাহর রাজধানী জাহেদান থেকে ৩৩৭ কিলোমিটার দূরে অবস্থিত।

হামলাকারীরা দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে তাদের ধরতে তল্লাশি চলছে।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সূত্র জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জইশ-ই-আদল জঙ্গিগোষ্ঠী জড়িত থাকতে পারে। সাম্প্রতিক বছরগুলোকে এই প্রদেশে পুলিশের ওপর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

প্রায় ৪০ লাখের জনসংখ্যার এই প্রদেশটি দীর্ঘদিন ধরে নাজুক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে লড়াই করছে, যার প্রধান কারণ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি, বিশেষ করে জৈশ-উল-আদল।

গত মাসে জাহেদানের একটি আদালতে হামলায় অন্তত ছয়জন নিহত এবং নারী ও শিশুসহ ২২ জন আহত হন। গত কয়েক বছর ধরে পাকিস্তান সীমান্তবর্তী এই প্রদেশের বহু থানায় হামলার ঘটনা ঘটেছে, এতে অনেক প্রাণহানি হয়েছে।