ঢাকা বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


ইসরাইলে ফের ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা


২৬ জুলাই ২০২৫ ১০:৪৩

সংগৃহীত

ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার (২৫ জুলাই) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। 

 

এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পর, ইসরাইলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

 

ইসরাইলি দৈনিক ইয়েদিয়োথ আহারোনোথ জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে দক্ষিণ নেগেভ ও মৃত সাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে। এর মধ্যে আরাদ, কিরিয়াত আরবা ও আইন গেদিতে সাইরেন শোনা যায়।

 

হুথি গোষ্ঠী ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে, বিশেষ করে মার্চ মাসে গাজায় দুই মাসের টলমল যুদ্ধবিরতির পর ইসরাইল নতুন করে অভিযান শুরু করলে তারা আক্রমণের মাত্রা বাড়ায়।