ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায় চীন: ওয়াং ই


১০ জুলাই ২০২৫ ১৮:৫৭

সংগৃহীত

চীন সবসময় বাংলাদেশের একটি বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হিসেবে থাকতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। খবর সিজিটিএন-এর। 

 

ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের কেবল বন্ধু নয়, বরং বিশ্বাসযোগ্য প্রতিবেশী ও উন্নয়ন-সহযোগী হিসেবে পাশে থাকতে চায়। 

 

তিনি আরও জানান, চীন বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে এবং দেশের নিজস্ব প্রয়োজন ও বাস্তবতার আলোকে উন্নয়নের পথ খুঁজে নিতে বাংলাদেশের পাশে থাকবে।