ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


পুলিশের গুলিতে আহত ওড়িশার সেই স্বাস্থ্যমন্ত্রী মারা গেছেন


৩০ জানুয়ারী ২০২৩ ০৮:৪৫

পুলিশের গুলিতে আহত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস মারা গেছেন।

আজ রোববার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে দেশটির এক সহকারী পুলিশ-পরিদর্শক স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেন।

গুলিতে আহত স্বাস্থ্যমন্ত্রী নব কিশোরকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অ্যাপোলো হাসপাতাল এক বিবৃতিতে জানায়, মন্ত্রীকে আইসিইউতে রেখে হৃদযন্ত্র সচল করতে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরেনি এবং তিনি মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবকিশোর এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেইসময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল দাস মন্ত্রীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে মন্ত্রী গুরুত্বর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা গান্ধী চক পোস্টে ডিউটিতে ছিলেন।

সূত্র-আনন্দবাজার

আইকে