ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম


২৪ ডিসেম্বর ২০২২ ০৮:৩৪

ফের বিয়ে করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা ও মডেল মির্জা বিলালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

শুক্রবার বিয়ের খবর নিজের টুইটারে পোস্ট করেন রেহাম খান।

টুইট বার্তায় তিনি লিখেছেন, পরিবারের আশীর্বাদ ও আমার ছেলের উপস্থিতিতে সিয়াটলে সুন্দরভাবে মির্জা বিলালের সঙ্গে আমার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিয়েতে আমার উকিল ছিল আমার ছেলে। পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, রেহামের এটি তৃতীয় বিয়ে। ২০১৪ সালে ইমরান খানের সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন রেহাম। তাদের বিয়ে টিকেছিল মাত্র ১০ মাস। ইমরানের আগে তিনি বিয়ে করেন ইজাজ রহমান নামে এক মনোরোগ বিশেষজ্ঞকে, ১৯৯৩ সালে। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

আইকে