ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


মমতার হুমকিতে রাস্তায় নামলো ৪ হাজার বাস!


৩ জুলাই ২০২০ ০৩:৫১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হুঁশিয়ারির পর সেখানকার রাস্তায় বেসরকারি বাস-মিনিবাসের সংখ্যা বেড়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ভাড়া বৃদ্ধির দাবিতে সোমবার থেকে গাড়ি তুলে নিয়েছিলেন বাস মালিকদের একাংশ। মমতার হুঁশিয়ারির পর বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় চার হাজার বেসরকারি বাস নেমেছে।

রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এদিন শহরে প্রায় ১৮০০ সরকারি এবং ৩৮০০ বেসরকারি বাস চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

বাস মালিকদের একাংশ বাস না নামানোর ঘোষণা দেয়ার পর মমতা বলেন, দুই এক দিনের মধ্যে রাস্তায় বাস না নামালে, সেগুলো অধিগ্রহণ করা হবে। প্রয়োজনে চালক দিয়ে বাস চালানো হবে বলেও স্পষ্ট বার্তাও দেন সংগঠনগুলোকে।

এরপরই বুধবার পরিবহন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বাস-মিনিবাস সংগঠনগুলো। এরপর বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। সূত্র: আনন্দবাজার