ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


যুক্তরাষ্ট্রের কার্যকর ভ্যাকসিন পাওয়ার নিশ্চয়তা নেই:ড. অ্যান্থনি ফাউচি


১ জুলাই ২০২০ ১৭:৩১

ছবি অনলাইন

মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়ার উপর নির্ভর করতে পারে না যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (৩০ জুন) এই বিশেষজ্ঞ এই আশঙ্কার কথা জানিয়ে আরও বলেছেন, আমেরিকানরা যদি ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে পারে।

ফাউচি বলেন, কোনো নিশ্চয়তা নেই যে যারা ভ্যাকসিন তৈরি করছে তারা বলতে পারবে আমরা একটি কার্যকরী ভ্যাকসিন তৈরি করতে পারবো। বিজ্ঞানীরা আশা করছেন আগামী বছর নাগাদ করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে মার্কিন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ফাউচি। মার্কিন বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, যদি জনগণ সামাজিক দূরত্ব ও মাস্ক পরার নির্দেশনা মেনে না চলেন তাহলে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজার থেকে ১ লাখে পৌঁছাতে পারে। তিনি বলেন, আমি খুব উদ্বিগ্ন কারণ পরিস্থিতি খুবই খারাপ হতে পারে।