ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


চীনে জলাশয়ে লাফালাফি করছে শত শত মাছ, বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস


২৮ জুন ২০২০ ২০:২৯

ছবি অনলাইন

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের মধ্যেই চীনে দেখা দিয়েছে অদ্ভূত ঘটনা। দেশটির বিভিন্ন শহরের জলাশয়ে একই সময়ে শত শত মাছ লাফালাফি করছে। আর এমন বিরল এবং অস্বাভাবিক ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটিকে খুবই অস্বাভাবিক হিসেবে অবহিত করেছেন চীন। তারা মনে করেন মাছের এমন অস্বাভাবিক আচরণ বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস।

ভিডিওতে দেখা যায়, জলাশয়ে মাছগুলো তিন ফুট পর্যন্ত উচ্চতায় লাফিয়ে উঠছে। সেই সঙ্গে সাঁতার কাটছে পানির উপরের দিকে। এমন দৃশ্য দেখে চিন্তিত দেশটির সাধারণ মানুষ। তাদের আশঙ্কা, মাছের এমন অস্বাভাবিক আচরণ বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস। এটি আরো বেশি আলোড়ন তোলে, যখন দেশটির বিভিন্ন শহরে একই সময় ঘটনাগুলো ঘটে। এমনকি বন্যার কারণে প্লাবিত হওয়া রাস্তার ভেতরও একই দৃশ্য দেখা যায়। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেন স্থানীয় মানুষ। তবে পুরো বিষয়ে এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ।