ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


মাতৃস্নেহের অনন্য দৃশ্য, কুকুরের স্তন্যপান করছে ছোট্ট বাঁদরছানা!


১১ মে ২০২০ ২০:২৩

ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ হাতের মুঠোয় চলে এসেছে পুরো পৃথিবী। এর ফলে ঘরের মধ্যে বসেই বাড়ছে জ্ঞান। দেখা নেওয়া যাচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনার ছবি এবং ভিডিও। তবে রবিবার মাতৃদিবসের দিন সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখে জল চলে এসেছে নেটিজেনদের। তাঁরা বলছেন, মায়ের স্নেহ কোনও ধর্ম, সম্প্রদায়, শারীরিক সূত্র বা ডিএনএ মানে না। মায়ের স্নেহ সন্তানসম সবার উপরই আর্শীবাদ হিসেবে ঝরে পড়ে।

রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নন্দা। ২৯ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কালো রঙের একটি মেয়ে কুকুরের স্তন থেকে দুধ খাচ্ছে ছোট্ট একটি বাঁদরছানা। কিছুক্ষণ দুধ খাওয়ার পর অদ্ভুত কায়দায় কুকুরটি পিঠে উঠে পড়ে সে। আর কুকুরটিও তাকে পিঠে বসিয়ে চলতে শুরু করে।

ভিডিওটির ক্যাপশনে সুশান্তবাবু লিখেছেন, মাতৃত্ব কখনই জীববিদ্যা বা ডিএনএর উপর নির্ভর করে না।