ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


ভারতের বিরুদ্ধে এবার সাইবার যুদ্ধে নেমেছে পাকিস্তান


২৪ এপ্রিল ২০২০ ০৩:৩১

ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করেছে দেশটি, এমন অভিযোগ করেছে ভারতীয় নিরাপত্তা সংস্থা।

গতকাল বুধবার বিষয়টি ভারত সরকারের কাছে তুলে দেওয়া হয়।

সংস্থার জানায়, গত বছর আগস্টে যখন জম্মু ও কাশ্মীরে যোগাযোগ লকডাউন চলছিল তখন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এমন একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছিল।

ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সমন্বিত প্রচেষ্টার দৌরাত্বে পাকিস্তানের গোয়েন্দাদের ‘ছাপ’ রয়েছে।

ভারতের সঙ্গে উপসাগরীয় ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে একটি বিদ্বেষপূর্ণ সম্পর্ক আনার চেষ্টা করা হয়েছে। আর এই কাজটি করা হয়েছে, প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণের মাধ্যমে যিনি কিনা মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করে তুলতে বিনিয়োগ করে আসছে বলেও ভারতীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

নতুনসময়/আনু