ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


নিজের অজান্তেই ১৭ জন ছেলেমেয়েকে করোনার সংক্রমিত করলেন মা!


২০ এপ্রিল ২০২০ ১৯:২৭

দিন যতই যাচ্ছে ততই প্রকাশ পাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের বিভিন্ন ভয়ঙ্কর রূপ। এবার প্রকাশ্যে এল এই ভাইরাসে আক্রান্তের আরেকটি ভয়ঙ্কর চিত্র।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মায়ের শরীর থেকে তার ১৭ জন ছেলেমেয়ের করোনা সংক্রমণ হয়েছে। প্রথমে মায়ের শরীরে কোনও লক্ষণ প্রকাশ না পাওয়ায় একে একে সংক্রমিত হয়েছে ১৭ জন ছেলেমেয়ে।

তবে আশার বিষয় হল ১ মাস আইসোলেশনে থাকার পর তারা সবাই এখন সুস্থ হওয়ার পথে।

কোনও ধরণের লক্ষণ প্রকাশ না পাওয়ায় প্রথমে করোনা টেস্ট করাননি ১৮ সন্তানের জননী ব্রিটেনি জেনিক। এরপর সন্তানদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় মেডিক্যাল টেস্ট করিয়ে দেখেন একই বাসার ১৮ জন করোনায় আক্রান্ত।

মোট ১৮ জন ছেলেমেয়ের মধ্যে কয়েকজনকে দত্তক নিয়েছেন জেনিক।  

তিনি বলেন, করোনা আমাদের পরিবারে ভয়ঙ্করভাবে আঘাত হেনেছে। আমি আমার জীবনে কখনও এত ভয় পায়নি। তবে জেনিক কিভাবে করোনা আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এখন পর্যন্ত নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ২১৫ জন মানুষ। মারা গেছেন ১৮ হাজার ২৯৮ জন। 
সূত্র: ডেইলি মেইল


নতুনসময়/আনু