ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে ২২ হাজার ছাড়ালো

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার এবং মৃত্যুর সংখ্যা সাড়ে ২২ হাজার ছাড়ালো। শুক্রবার ইতালিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ওয়াল্ডো মিটারস্ এর রিপোর্ট অনুযায়ী ৩৪৯৩ জন, সুস্থ হয়েছে ২৫৬৩ জন, মৃত্যু হয়েছে ৫৭৫ জন। তবে সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ৩৫৫ জন।
ইতালিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৭২৪৩৪ জন, মোট মৃত্যুর সংখ্যা ২২৭৪৫ জন, তবে মোট সুস্হ হয়েছে ৪২৭২৭ জন, গুরতর অবস্থায় আই,সি,ইউ তে রয়েছে ৩ হাজারের বেশি।
ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা মাঝে মাঝে একটু কমলেও হঠাৎ করে আবার বেড়ে যায়। এখনও সরকার কিংবা সাধারণত মানুষ বুঝতে পারছে না কবে নাগাদ এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে। সেই অপেক্ষায় থাকতে হবে সকলকে। সরকারের ঘোষণা অনুযায়ী ৩ মে পর্যন্ত বহাল রয়েছে।