করোনার ভয়ে কারাগারে আগুন দিয়ে পালানোর চেষ্টা বন্দিদের! (ভিডিও)

করোনাভাইরাস আতঙ্কের জেরে ভারতের একটি কারাগারে আগুন দিয়েছে বন্দিরা। শুধু তাই নয়, পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছে তারা।
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, শনিবার বন্দি ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে এক বন্দি নিহত হয়েছেন। এছাড়া আরও ৯জন আহত হয়েছেন।
জানা গেছে, কিছুদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ বছরের বেশি সময় ধরে থাকা বন্দিদের প্যারোলে মুক্তি দেয়ার কথা জানানো হয়েছিল।
করোনা আতঙ্কের মধ্যেই সেই তালিকা প্রকাশ করা হচ্ছে এমন খবর পেতেই ট্রায়ালে থাকা বন্দিরা শনিবার বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। পুলিশ-বন্দি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কারাগার।
কারাগারের একটা বড় অংশের দখল নিয়ে নেয় বন্দিরা। জেলের ভেতরে আগুন লাগানোর পাশাপাশি মই এনে পাঁচিল টপকানোর চেষ্টা করছেন কোনো কোনো বন্দি।
তবে সংঘর্ষের সময় কেউ পালিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
জেলের যে অংশের দখল নিয়েছেন বন্দিরা, সেখানে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ হচ্ছে বাইরে থেকে।
সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, বন্দিদের একাংশ তালা ভেঙে দা-কুড়ুলের মতো কিছু ধারালো অস্ত্র জোগাড় করেছে। বাহিনী ঢুকলে সেই সব অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ওয়ার্ডের মধ্যে বন্দিরা একটি গ্যাস সিলিন্ডারও নিয়ে গেছে বলে জেল সূত্রে জানা গেছে।
শুধু তাই নয়, জেলের ওয়ার্ডে আগুনও ধরিয়ে দিয়েছেন বন্দিরা। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে।
বন্দিদের একাংশের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কারা দফতরের কর্মকর্তারা।