ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


ইরানের হামলায় আতঙ্কগ্রস্ত ১১ মার্কিন সেনাকে মানসিক চিকিৎসা


১৮ জানুয়ারী ২০২০ ০৭:২৮

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তাদের ১১ সেনার মানসিক অবস্থা স্বাভাবিক নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। আতঙ্কগ্রস্ত হওয়ায় তাদের বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। ইরান ৮০ জন মার্কিন সেনা হতাহতের কথা বললেও এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করে ওই হামলায় নাকিকোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এক বিবৃতিতে দেশটির সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান জানান, ‘গত ৮ জানুয়ারি ইরাকে আল আসাদ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় কোনো সেনা সদস্য নিহত হয়নি, হামলায় আহত কয়েকজনকে চিকিৎসা দেয়া হয়েছে এবং এখনো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। হামলার পরবর্তী দিনগুলোতে কিছু সেনা সদস্যকে আল আসাদ বিমান ঘাঁটি থেকে সরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, ‘১১ সেনা সদস্যকে জার্মানির ল্যান্ডসতুল রিজিওনাল মেডিকেল সেন্টার এবং কুয়েতের ক্যাম্প আরিফজানে পাঠানো হয়েছে।’

নতুনসময়/আইকে