ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো কানাডা


২৬ ডিসেম্বর ২০১৯ ০৭:১১

উত্তর আমেরিকার দেশ কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার পোর্ট হার্ডিতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার পোর্ট হার্ডিতে এই ভূমিকম্প আঘাত হানে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র বলছে, ভ্যানকুভার থেকে ৫১৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের আঘাতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র বলছে, কানাডায় ভূমিকম্প আঘাত হানার পর সেখানে কোনো ধরনের সুনামি সতর্কতা নেই।