ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৪ঠা পৌষ ১৪৩২


ভারতের গণতন্ত্রের জন্য আজ কালো দিন: মেহবুবা মুফতি


৬ আগস্ট ২০১৯ ০১:৩৭

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

টুইটারে তিনি লিখেছেন, ‘‘দেশের গণতন্ত্রের জন্য আজ কালো দিন’’। পাশাপাশি পিডিপি নেত্রী লিখেছেন, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে ভারত।

প্রসঙ্গত, সোমবার সকালে ভারতের কাশ্মীরের জনগণের বিশেষ মর্যাদা বাতিল করে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেশটির পার্লামেন্ট। পরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই বিলে স্বাক্ষর করেন।