ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


নারায়ণগঞ্জে সুস্থ ১০৪ করোনা রোগী


১০ মে ২০২০ ০০:৫১

নারায়ণগঞ্জে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়েছেন ১০৪ জন। তাদের মধ্যে ৪২ জন বাড়িতে এবং বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন।

শনিবার (০৯ মে) সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম জানান, জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ২৪৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫৩ জন আর সুস্থ হয়েছেন ১০৪ জন।

তিনি জানান, যারা সুস্থ হয়েছেন, তাদের মধ্যে ৪২ জন বাড়িতে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসাসেবা নিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে ছয়জন, কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ১২ জন, কাঁচপুরের সাজেদা ফাউন্ডেশন থেকে ৩৯ জন এবং খানপুরে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল থেকে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা আক্রান্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি এবং তারা যেন সুস্থ হয়ে উঠেন সেজন্য তাদেরকে সব ধরনের সাপোর্ট দিচ্ছি। বর্তমানে যারা আক্রান্ত রয়েছেন তাদের মধ্যে গুরুতর কেউ নেই।’

নতুন সময়/এআর