ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


করোনায় সুস্থ এত কম কেন? জবাবে যা বলল স্বাস্থ্য অধিদফতর


২৩ এপ্রিল ২০২০ ০৩:২৫

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ১০ জন মারা গেছেন। এছাড়া দেশে নতুন করে আরও ৩৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১২০ জন। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯২ জন। অর্থাৎ সুস্থ হওয়ার চেয়ে মৃত্যুর হার বেশি। ফলে অনেকের প্রশ্ন, সুস্থ এত কম কেন?
এর জবাবে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আসলে এই কোভিড-১৯ আক্রান্ত যারা হচ্ছেন, তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ ও লক্ষণ নিয়ে তারা ১৪ থেকে ১৫ দিন থাকেন। তারপর তাদের এই লক্ষণ বা উপসর্গ কমতে শুরু করে। প্রায় মাসখানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে। একজন ব্যক্তিকে আমরা তখনই সম্পূর্ণ সুস্থ বলব, যখন পর পর দুটি পরীক্ষায় করোনা নেগেটিভ আসবে।’

বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৭ জন পুরুষ, নারী ৩ জন। এদের মধ্যে ৭ জন ঢাকার। আর বাকি তিনজন ময়মনসিংহ, নারায়ণগঞ্জে ও টাঙ্গাইলের।