ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ইতালি ফেরতদের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি


১৪ মার্চ ২০২০ ১৯:১৭

ইতালিফেরত যাত্রীদের কারো দেহেই করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জনিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

এর আগে শনিবার সকালে ইতালি থেকে শতাধিক যাত্রী নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাদের আশকোনা হজক্যম্পে নেয়া হয়।

সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, প্রাথমিকভাবে কারো দেহে এ ভাইরাস ধরা না পড়লেও তাদের দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হবে।

বিআর