ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


করোনা আতঙ্ক: জরুরি বৈঠক ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়


৯ মার্চ ২০২০ ১৭:৪৬

করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার বিকাল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সচিবদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে’ বিকাল ৪টায় ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সরকারের এই প্রতিষ্ঠানটি বলছে, দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন দুইজন।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।