দূষণের শীর্ষে কুয়েত সিটি, ঢাকার কী অবস্থা?

কয়েকদিন ধরেই সহনীয় পর্যায়ে রয়েছে রাজধানী ঢাকার বাতাস।আষাঢ়-শ্রাবণ মাসে ঢাকার বাতাসে দূষণ সাধারণত কম থাকে। সেই ধারাবাহিকতায় আজও সহনীয় পর্যায়ে রয়েছে রাজধানীর বাতাস।
সোমবার বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৮টা ১৫ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক।রোববারও সহনীয় পর্যায়েই ছিল ঢাকার বাতাস, বায়ুমান ছিল ৯০।
বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান বেশ নিচের দিকে। রোববার এই তালিকায় রাজধানীর অবস্থান ছিল ১১, আজ নেমে এসেছে ৫৮ তে।
সোমবার বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে কুয়েতের কুয়ে সিটি। শহরটির বায়ুমান ১৭৯, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো—বাহরাইনের মানামা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, পাকিস্তানের লাহোর ও জাপানের টোকিও। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৬৫, ১৫৩, ১৩৯ ও ১১৭।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।