ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


সড়ক দুর্ঘটনার শিকার গায়ক আসিফ


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৮

সড়ক দুর্ঘটনার শিকার গায়ক আসিফ

গহীনের গান’ নামের একটি মিউজিক্যাল ফিল্মের শুটিংয়ে যাবার পথে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সড়ক দুর্ঘটনার শিকার হলেন। আসিফ ছাড়াও সিনেমাটির নির্মাতা, অভিনেত্রী’সহ কয়েকজন দুর্ঘটনার শিকার হন।

প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেলে ‘গহীনের গান’ সিনেমার শুটিং ইউনিট বসিলায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে তাদের শুটিংয়ের গাড়িকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

এসময় গাড়িটির ভেতরে ছিলেন গায়ক আসিফ আকবর, মডেল-অভিনেত্রী তানজিকা আমিন, নির্মাতা-লেখক সাদাত হোসাইন, সিনেমাটোগ্রাফার বিদ্রোহী দীপন।

‘গহীনের গান’ ছবিটির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ। এগুলোর সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল। গানের বক্তব্য ঠিক রেখে ‘গহীনের গান’-এর চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

আরআইএস