ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


মডেল থেকে যৌনদাসী হওয়ার ভয়াবহ গল্প


১১ মে ২০১৯ ২১:১৫

সুনাম কামাতে স্বপ্নের মডেলিং জগতে এসে যৌনদাসীতে পরিণত হয়েছিলেন এইরিকা ক্রেহম নামের এক তরুণী মডেল। দিনের পর দিন তাকে নির্মমভাবে ধর্ষণ করেছে এক এজেন্সির ম্যানেজার। মডেলিং করতে গিয়ে ২০ বছর বয়সী ক্রেহম নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তা থেকেই পাচার হয়েছিলেন।

সম্প্রতি গণমাধ্যমের কাছে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানিয়ে ক্রেহম বলেন, একটি এজেন্সি নিজেদের ম্যানেজমেন্ট এজেন্সি বলে পরিচয় দিয়েছিল। একটি দু কামরার ঘরে প্রায় ২১ জন মিলে থাকতাম আমরা।

একটি নাইট ক্লাবে কাজের অভিজ্ঞতা শেয়ার করে ক্রেহম বলেন, আমাকে ড্রাগ খাইয়ে এজেন্সির এক ম্যানেজার ধর্ষণ করে। ক্লাবের পিছনের দিকে একটি রেস্টরুমে এই ঘটনা ঘটানো হয়। পালিয়ে যাওয়ার পর রাস্তা থেকে আবার আমাকে একজন তুলে নিয়ে যায়। ফের ড্রাগ দেওয়া হয়। পরের দিন সকালে নিজেকে বিছানায় বাঁধা অবস্থায় পাই।

তার মডেলিং করাটা ভয়াবহ হয়ে গিয়েছিল। বহুদিন এভাবে চলার পর জায়গা পরিবর্তন হতে হতে একদিন পালাতে সক্ষম হয়েছিলেন তিনি।


নতুনসময়/এনএইচ