ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


মুক্তির অপেক্ষায় মিমের ‘পাষাণ’


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৭

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিয়মিত কাজ করছেন চলচ্চিত্রে।

এরই ধারাবহিকতায় কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা সৈকত নাসির নির্মিত ‘পাষাণ’। এতে মিম জুটি বেঁধে অভিনয় করেছেন ওপার বাংলার চিত্রনায়ক ওমের সঙ্গে। তাদের সঙ্গে আরও ছিলেন বিপাশা কবির।

এরই মধ্যে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছে। এবার সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে কত তারিখে কলকাতায় মুক্তি পাবে সিনেমাটি তা এখনো চূড়ান্ত হয়নি।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, কলকাতার ‘নাকাব’ ছবিটির পরিবর্তে ‘পাষাণ’ ছবিটি কলকাতায় যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘নাকাব’। তার বিপরীতে সাফটায় যাচ্ছে ‘পাষাণ’।

আরআইএস