ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


দীপিকার বাসায় বিয়ের আমেজ


৩ নভেম্বর ২০১৮ ২১:৩০

ফাইল ফটো

বলিউডের সুপারস্টার জুটি রণভীর-দীপিকা। তাদের সম্পর্ক কে কেন্দ্র করে শুরু থেকেই বলিউড পাড়া সরগরম ছিল। আর সম্প্রতি তাদের বিয়ের দিন ঘোষণা করার পর থেকে আবারো আলোচনার মধ্যমণি হয়ে উঠেছেন রণভীর-দীপিকা।

তবে দেখতে দেখতে চলে এসেছে সেই শুভক্ষণ৷ গত শনিবার থেকেই দীপিকা-রণভীরের বিয়ের পর্ব শুরু হয়ে গিয়েছে৷ তাদের বিয়ের আগের অনুষ্ঠানের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ কমলা রঙের সালওয়ার স্যুট পরেছিলেন দীপিকা৷ কানে বড়ো বড়ো ঝুমকো৷ দীপিকার স্টাইলিস্ট শালিনা নাথানি সেই ছবি শেয়ার করেন৷ তবে কোনও ছবিতেই রণভীরকে দেখা যায়নি। তিনি সেখানে উপস্থিত ছিলেন না বলেই ধারনা করা হচ্ছে৷চ

বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম থেকে তাদের নানা রকম বিয়ের ডেট প্রকাশ করা হয়৷ অবশেষে সবরকম জল্পনা কাটিয়ে নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'রণদীপ' কাপল তাদের বিয়ের ডেট জানান৷ ১৪-১৫ নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা৷ বলিপাড়ার এ কাপলের বিয়ের ডেট কনফার্ম হতেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে বিয়ের পুঙ্খানুপুঙ্খ খবর জানতে আগ্রহী ভক্তরা৷ যেমন তাদের বিয়ের ভেনু, দীপিকা-রণবীরের সাজগোজ, অথিতিদের তালিকা সব তথ্য জানা চাই ভক্তদের৷


জানা গিয়েছে বিয়ের খাবারের মেনুতে থাকছে উইনিক ডিশ৷ অর্থাৎ তাদের বিয়ের প্রত্যেকটি ডিশ হবে এক্সক্লুসিভ। রণবীর এবং দীপিকার বিয়ের প্রতিটি জিনিস স্পেশাল করার জন্য নামকরা একজন শ্যেফেকে দিয়ে একটি বন্ডেও সই করিয়ে নিয়েছেন৷ যেখানে লেখা আছে, রণভীর-দীপিকার বিয়েতে যে সব ডিশ রান্না হবে তার মধ্যে একটা রান্নাও ভবিষ্যতে আর কখনও কোনও বিয়েতে বা অনুষ্ঠানে রিপিট করা হবে না৷ স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট সবই ইউনিক করা হবে৷

বিয়ের দিনগুলোতে প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা শাড়িসহ অন্যান্য পোশাক পরবেন দীপিকা। শোনা যাচ্ছে, তাঁদের বিয়েতে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়স্বজন মিলিয়ে উপস্থিত থাকবেন ৩০ জন। দীপবীর মুম্বাইয়ে এক জমকালো রিসেপশনের আয়োজন করছেন। ১ ডিসেম্বর এই রিসেপশনে বিটাউনসহ করপোরেট জগতের অনেকেই নববিবাহিত এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাতে আসবেন। বেঙ্গালুরুতেও হবে রিসেপশন। কারণ দীপিকা পাড়ুকোনের বাসা বেঙ্গালুরুতে।

দীপবীর তাঁদের বিয়ের জন্য ১৫ নভেম্বরকে কেন বেছে নিয়েছেন। ১৫ নভেম্বর তাঁদের জন্য খুবই বিশেষ। পাঁচ বছর আগে এই দিনে দীপবীর জুটির সুপারহিট ছবি ‘রামলীলা’ মুক্তি পেয়েছিল। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবির সেটে দীপিকা আর রণবীর একে অপরের প্রেমে পড়েন।

এলএস