ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


‘সুযোগ পেলেই ওখানে হাতে দিত ও’


২৯ অক্টোবর ২০১৮ ২১:৩৩

ফাইল ফটো

বলিউডে মিটু বিতর্ক চলছেই। বলতে গেলে মিটু ঝড়ে কাবু পুরো বলিউড। প্রতিদিনই কোনও কোন অভিনেত্রী যৌন হেনস্তা নিয়ে মুখ খুলছেন। এবার অভিনেত্রী শ্রুতি হরিহরণ কন্নড় অভিনেতা অর্জুন সার্জার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন থানায়।শনিবার তিনি এ মামলাটি দায়ের করেন। খবর এবেলার।

গত ২০ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি অভিযোগ করেন, ২০১৬ সালে একটি সিনেমার শ্যুটিংয়ের সময়ে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। ওই শুটিং এর সময়ে সম্মতি ছাড়াই যৌন সুবিধা নিতেন অভিনেতা অর্জুন। সেই সঙ্গে অশ্লীল অঙ্গিভঙ্গিও করতেন তিনি। ২০১৫ সালেও একবার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সেই সময়ে অর্জুন তাঁর শরীরের পশ্চাৎদেশে হাত দেওয়া, এমনকী ব্রায়ের উপরেও হাত দেওয়ারও অভিযোগ করেছেন অভিনেত্রী শ্রুতি।

শ্রুতি আরো জানান, আমি অর্জুনের এমন ব্যবহারের জন্য বিরক্ত ছিলাম। কিন্তু আমি চুপ ছিলাম, কারণ উনি সিনিয়র ছিলেন, আমি জুনিয়র। একটি শয্যাদৃশ্যে অভিনয়ের সময়ে অর্জুন জোর করে তাঁকে জড়িয়ে ধরারও চেষ্টা করেছিলেন।

আরকেএইচ