ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


সড়ক দুর্ঘটনায় নিহত হলিউড অভিনেতা


২৭ নভেম্বর ২০২২ ০৬:০৯

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউডের খ্যাতিমান কৌতুক অভিনেতা লেসলি জর্ডান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭।

গত সোমবরি (২১ নভেম্বর) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এ কৌতুক অভিনেতা।

জানা গেছে, রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একপর্যায়ে লস অ্যাঞ্জেলেসে একটি বাড়ির পাশে গিযে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জর্ডান।

অভিনেতার এজেন্ট জন লেক্লেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে যাওয়ার সময় রাস্তায় এ দুর্ঘটনার শিকার হন জর্ডান। ফক্স টেলিভিশনের একটি ধারাবাহিক নাটক ‘কল মি ক্যাট’ এর শুটিংয়ে অংশ নিতে সেখানে যাচ্ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০৬ সালে স্যাটায়ারিক্যাল কমেডি সিরিজ ‘উইল অ্যান্ড গ্রেস’ অবিনীত বেভারলি লেসলি চরিত্রের জন্য অ্যামি অ্যাওয়ার্ড পান এ অভিনেতা।

নতুনসময়/আইকে