ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


৩ বছর পর ফিরছেন প্রিয়াঙ্কা


৩১ অক্টোবর ২০২২ ২১:৫৭

গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। করোনা সংকটের দীর্ঘ ৩ বছর পর যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরছেন এই দেশি গার্ল।

তা ছাড়াও তার কন্যা মালতির এটি প্রথম ভারত সফর।

সোমবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানের বোডিং পাসের ছবি পোস্ট করে লিখেন, ‘অবশেষে দীর্ঘ ৩ বছর পর বাড়ি ফিরছি।’

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সান দিয়াগো শহরের একটি হাসপাতালে জন্ম হয় নিক-প্রিয়াঙ্কার মেয়ের। এরপর ২২ জানুয়ারি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের কথা জানান তারা। এটি এই দম্পতির প্রথম সন্তান।