ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


নানাকে দেখে নেবেন তনু!


২ অক্টোবর ২০১৮ ২২:৩০

হলিউডের সাবেক ভারতসুন্দরী তনুশ্রী দত্ত জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনে।

তনুশ্রীর যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগের পর অগ্রজ অভিনেতা নানা পাটেকার জানান, আমি সংবাদ সম্মেলনের আয়োজন করবো। আইনগত ব্যবস্থাও নেবো। যদিও এসব কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তনুশ্রী।
এবং তিনিও দেখে নেবেন বলে আখ্যা দেন।

নানা এখন রাজস্থানের জয়সালমারে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সেখান থেকে মুম্বাইয়ে ফিরে তিনি সাংবাদিকদের সব খুলে বলবেন। নানা বলেছেন, ক্যামেরার দিকে তাকিয়ে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন।

আরআইএস