ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


করোনায় আক্রান্ত অমিতাভ, যা বললেন চিকিৎসকরা


১২ জুলাই ২০২০ ১৮:৩০

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। আপাতত তার অবস্থা স্থিতিশীল। এখনও হাসপাতালেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘অমিতাভ বচ্চনেরের অবস্থা স্থিতিশীল। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাঁকে। শরীর কেমন থাকে, টুইট করে নিজেই তা জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।’’

করোনা আক্রান্ত হওয়া কথা শনিবার টুইট করেই জানিয়েছিলেন অমিতাভ। বিগবি টুইটে লিখেন, ‘‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালের পক্ষ থেকেই প্রশাসনকে জানানো হচ্ছে। পরিবারের বাকিরা এবং বাড়ির পরিচারকদের পরীক্ষা করানো হয়েছে। ফল এখনও জানা যায়নি। গত দশ দিনে যারা আমার সান্নিধ্যে এসেছেন, প্রত্যেকে পরীক্ষা করিয়ে নিন!’’

এর কিছুক্ষণ পরই জানা যায়, করোনা আক্রান্ত অভিষেক বচ্চনও। দুপুরে আসবে করোনা পরীক্ষার দ্বিতীয় রিপোর্ট। হোম আইসোলেশনে বচ্চন পরিবারের বাকি সদস্যরা।