ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত


৮ জুলাই ২০২০ ১৯:৫০

ছবি অনলাইন

কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকালে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নিজের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে সেলিম চৌধুরী বলেন, গতকাল তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি শারিরীকভাবে অনেকটা সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন।