ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


কোয়ারেন্টিনে প্রিয়াংকা ও নিকের চুম্বন


৩০ মার্চ ২০২০ ২৩:০৫

করোনা ভাইরাসের ভয়াবহ অবস্থা এখন যুক্তরাষ্ট্রে। করোনা আক্রান্তের সংখ্যায় এগিয়ে দেশটি। সেখানে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। স্বাভাবিকভাবেই আমেরিকার বাসিন্দাদের বলা হচ্ছে ঘরে অবস্থানের জন্য। পরিস্থিতি কবে স্থিতিশীল হবে তার ঠিক নেই। এমন অবস্থায় হোম কোয়ারেন্টিনে আছেন তারকা দম্পতি নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়া। তবে করোনার ভয় কাটিয়ে তারা সময়টাকে উপভোগ করার চেষ্টা করছেন। মেতে উঠছেন রোমান্সে।

সম্প্রতি ভাইরাল হয়েছে এ দম্পতির উষ্ণ চুম্বনের একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর মতে, করোনার তান্ডব চলবে এখন সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে। আর দেশটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা নিউ ইয়র্কে। এরইমধ্যে সেখানে একদিনেই মৃতের সংখ্যা দুই শতাধিক। এই নিউ ইয়র্কেই হোম কোয়ারান্টইন থাকা নিক-প্রিয়াংকা নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও প্রকাশ করেছেন।

বন্ধুদের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় মেতেছিলেন এই তারকা দম্পতি। সেই সময় নিককে চুম্বন করেন প্রিয়াংকা। এই ভিডিওটিই এখন সোশাল মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা গেছে বাদামি জাম্পস্যুটে প্রিয়াংকা আর নেভি ব্লু টি-শার্টে নিক জোনাস রোমান্সে মগ্ন। প্রসঙ্গত, দিন কয়েক আগে 'হু' -এর কর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করতে দেখা গিয়েছে প্রিয়াংকাকে। সেই আসরে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে একাধিক সওয়াল-জবাব পর্ব চলেছে তাদের মধ্যে।

নতুনসময়/আইকে