ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


কারিনাকে পেতে রানির সাহায্য নিয়েছিল সাইফ


১৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৬

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। আরেক জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। তারা দুজনই দুজনের ভাল বন্ধু। ‘হাম তুম’, ‘তা রা রাম পাম’, ‘থোরা পেয়ার, থোরা ম্যাজিক’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাইফ। সেখানে কারিনার সঙ্গে প্রেমের স্মৃতিচারণ করেন এই অভিনেতা। তিনি জানান, প্রেমের বিষয়ে রানীর পরামর্শ নিয়েছিলেন তিনি। কারণ সহ-অভিনেত্রীর সঙ্গে প্রেম করার কোনও অভিজ্ঞতা তার ছিল না।

সাইফ বলেন, ‘রানী মুখার্জি আমাকে বলেছিল, মনে করবে তুমি কোনও পুরুষের সঙ্গে প্রেম করছো। সে বুঝাতে চেয়েছিল, নারী-পুরুষ ভেদাভেদ না করতে। সমানভাবে দেখতে। মনে হয় যেন দুই হিরো একসঙ্গে আছি। দুজন কাজ করছি এবং এতে কোনও সমস্যা তৈরি হবে না।’ তাশান সিনেমার শুটিংয়ের সময় কারিনাকে প্রথম বিয়ের প্রস্তাব দেন সাইফ। এরপর ২০০৯ সালে তাদের প্রেমের কথা জানান। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।