ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


ক্রিকেটারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী আনুশকা!


৯ ফেব্রুয়ারি ২০২০ ০১:২৯

বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠির প্রেমের গুঞ্জন বহুদিনের। যদিও তারা বরাবরই তাদের সম্পর্কে নিছক ‘বন্ধুত্ব’ হিসেবে দাবি করে আসছেন। তবে তাদের রসায়ন নিয়ে খবরের শিরোনামের শেষ নেই। এবার আরও একবার শিরোনামে এলেন এই দুই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রভাস নয়, কোনও এক তারকা ক্রিকেটারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আনুশকা। কিন্তু কে সেই ক্রিকেটার, এখনও তার নাম জানা যায়নি। তবে একটু জানা গেছে, যে ক্রিকেটারকে মন দিয়েছেন নায়িকা সেই ক্রিকেটার এখন আর ভারতের জাতীয় দলে নেই।

এমন খবরে তেলেগু ও কানাড়া মিডিয়ায় বেশ তোলপাড় শুরু হয়েছে। বিনোদন পাড়ায়ও কানাঘুষা চলছে।

এই তারকা জুটি ২০০৯ সালে ‘বিল্লা’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন। এর পর ২০১৩ সালে মির্চি ছবিতে জুটি বাঁধেন। তবে ‘বাহুবলী’তে প্রভাস-আনুশকার রোমান্স দর্শকদের মুগ্ধ করে।