ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


অস্কারে ডু্ব দিলেন ফারুকী


২৩ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫০

আসছে বছরের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ায় বসতে যাচ্ছে অস্কার পুরস্কারের ৯১তম আসর। ২৪টি শাখায় দেয়া হবে অস্কার পুরস্কার। বরাবরের মত এবারও এই আসরে বিদেশি ভাষার সিনেমা হিসেবে লড়বে ফারুকীর ‘ডুব’।

বাংলাদেশের অস্কার প্রিভিউ কমিটি রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। এবার বাংলাদেশ থেকে অস্কারের মঞ্চে যাবে মোস্তফা সরয়ার ফারূকী পরিচালিত ‘ডুব’ ছবিটি। অস্কারে এ সিনেমাটি প্রদর্শিত হবে ‘নো রোজেস অব বেড’ নামে।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খান, গোলাম রাব্বানী বিপ্লব, আবু মুসা দেবু, মুশফিকুর রহমান গুলজার, পঙ্কজ পালিত, শামীমা আক্তার প্রমুখ।

জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত এ সিনেমাটি গত বছরের অক্টোবরে বাংলাদেশ ও ভারতে মুক্তি পায়। ছবিটির প্রযোজনা করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রে বাংলাদেশ থেকে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও নুসরাত ইমরোজ তিশা। ভারত থেকে রয়েছেন ইরফান খান ও পার্নো মিত্র।

এমএ