ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ইমামের মৃত্যু


১৫ ডিসেম্বর ২০২০ ২৩:৩৪

ছবি- সংগৃহিত

গত রবিবার কাতারের মাতারকদিম এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহত হাফেজ মাওলানা মোহাম্মদ মুইজ উদ্দিন ভূঁইয়া (৩৫) ২০১৪ সাল থেকে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মসজিদে ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ঐ দিন ফজরের নামাজে যাবার পথে দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তার পিতার নাম আফসার আলী ভূইয়া। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল গ্রামে তার বাড়ি। মরহুমের লাশ বর্তমানে কাতারের হামাদ মেডিকেল এর মর্গে রয়েছে বলে নিকটস্থ সূত্রে জানা গেছে।

তিনি ঢাকার ঐতিহ্যবাহী দারুস সালাম মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। মৃত্যুকালে ৯ বছরের একটি কন্যা সন্তান, স্ত্রী, বাবা-মা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার দুর্ঘটনা জনিত হটাৎ মৃত্যুতে কাতার ধর্ম মন্ত্রালয়ের ইমাম মুয়াজ্জিন সহ কাতারে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।