ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ইতালির দক্ষিনাঞ্চলে ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত


২২ নভেম্বর ২০২০ ০৬:২৭

সংগৃহিত

দক্ষিণ ইতালির 'মহামারি রেডজোন' কালাব্রিয়া বিভাগের ক্রোতোনে প্রভিন্সের আজ ভোর সাতটা থেকে আটটার মধ্যে ঘটে যায় তুলকালাম। ২০০ মিলিমিটার ভারী বৃষ্টিপাতে তলিয়ে যায় সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে থাকা ক্রোতোনে প্রভিন্সের একাধিক এলাকা।

রাস্তায় গাড়িতেই আটকা পড়েন শতশত মানুষ। তাঁদের উদ্ধারের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে দায়িত্ব পালনে দ্রুত অভিযানে নামে ফায়ার সার্ভিস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের স্থানীয় ইউনিট।