ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


কাতারে একদিনে সব্বোর্চ আক্রান্ত ৮৩৩ জন


২৫ এপ্রিল ২০২০ ২৩:০৩

প্রতিকি

কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে আট হাজার ছাড়িয়েছে। ২৫ এপ্রিল শনিবার নতুন করে ৮৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কারো মৃত্যু হয়নি । আজ পর্যন্ত মোট মৃত্যু ১০ জনে ।

গত ২৪ ঘন্টায় ৩৮১৭ জনসহ এ পর্যন্ত ৭৯৭০৫ জন মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা আক্রান্তদের অন্তত ৯২৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং ৮৪১৯জন চিকিতসাধিন আছেন। তবে গত ২৪ ঘন্টায় ১২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সারা বিশ্বে আজ পর্যন্ত আক্রান্ত্রের সংখ্যা ২৮,৪৩,৮১১ জন । আর মৃত্যু সংখ্যা ১,৯৭,৭৭০ জন।