ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সুবিধা পাবেন শেয়ারবাজারে ক্ষতিগ্রস্থরা


২ মে ২০১৯ ২৩:৪৮

সংগৃহীত ছবি

 

শেয়ার বাজারে ক্ষতিগ্রস্থরা বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন এবং শেয়ারবাজারে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের শহজ শর্তে ঋণ দেয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার সকালে এনবিআরের সম্মেলন কক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান একথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘শেয়ারবাজার নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। বর্তমান পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীও খুবই উদ্বিগ্ন। তিনি পুঁজিবাজারের বিষয়টি বিশেষভাবে দেখভালোর জন্য বলেছেন।’

‘ইতোমধ্যে আমরা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছি। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। আর এসইসি ও আইসিবি ক্ষতিগ্রস্তদের তালিকা নির্ধারণ করবে।’

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, শেয়ারবাজারে কর প্রণোদনা অব্যাহত থাকবে। যেসব কোম্পানির শেয়ারের ভিত্তি দুর্বল সেসবের দাম যেন না বাড়ে সেদিকে নজরদারি থাকাও জরুরি।

নতুনসময়/আল-এম