ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, বেতন ২৫ হাজার টাকা


২৮ এপ্রিল ২০১৯ ০৫:০৮

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও) পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। প্রার্থীর যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সঙ্গে বাংলা ও ইংরেজিতে কথা বলার দক্ষতা প্রয়োজন। প্রার্থীর ৫ মে, ২০১৯ পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ব্যাংক এশিয়ার ওয়েবসাইট (https://www.bankasia-bd.com) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগামী ১০ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করা যাবে।

 

নতুনসময়/আইকে