ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রিজার্ভ চুরি হওয়া টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের মামলা


২ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০

প্রতিকি

নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের একাউন্ট থেকে চুরি হওয়া পুরো টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংক আজ নিউইয়র্কের এক আদালতে ফিলিপিনো রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান আবু হেনা মো. রাজি হাসান বলেন, নিউইয়র্ক সময় ৩১ জানুয়ারি সন্ধ্যা ৮টায় এবং বাংলাদেশ সময় ১ ফেব্রুয়ারি সকাল ৭টায় নিউইয়র্কের সাউদার্ন কোর্টে এই মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, আরসিবিসি এবং তদন্তে বেড়িয়ে আসা অন্যান্য সংস্থাকে অভিযুক্ত করে এই মামলা দায়ের করা হয়।
নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের একাউন্ট থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা মোট ১০১ মিলিয়ন ডলার চুরি করে।
এর মধ্যে ম্যানিলায় আরসিবিসি’র ৪টি একাউন্টে ৮১ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেয়া হয়। তবে হ্যাকারদের বানান ভুলের কারণে তারা শ্রীলঙ্কায় ২০ মিলিয়ন ডলার সরিয়ে নিতে ব্যর্থ হয়।
পরে বাংলাদেশ ব্যাংক (বিবি) ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার ফিরিয়ে আনতে সক্ষম হয়।

নতুনসময়/আইএ