ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার


৭ নভেম্বর ২০২৪ ০৯:০৭

ফাইল ফটো

স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখতে পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।

 

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

 

এতে জানানো হয়, পেঁয়াজ আমদানিতে মোট করভার ১০ শতাংশ হতে হ্রাস করে শূন্য শতাংশ নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করেছে।

 

এর ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোন প্রকার শুল্ককর থাকবে না।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে পেঁয়াজ আমদানি ও সরবরাহ বৃদ্ধির পাশাপাশি পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করে এনবিআর।

 

বর্তমানে ঢাকার খুচরা বাজারে দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে। এছাড়া ভারতীয় পেঁয়াজের কেজি ১১০ থেকে ১১৫, তুরস্ক ও নেদারল্যান্ডের পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।